টি ব্যাগের নানান ব্যবহার দিক দেখেনিন

Written by News Desk

Published on:

চা খাওয়া ছাড়া আরও টি ব্যাগের আরও অনেক দিক আছে। বিভিন্ন কাজে লাগতে পারে টি ব্যাগ। আসুন জেনে নেই কিভাবে ঘরোয়া উপায়ে টি ব্যাগ ব্যবহার করা হয়।

* দুর্গন্ধ কমাতে: রান্নাঘরের ডাস্টবিন থেকে বাজে গন্ধ ছড়ায়। এটি প্রতিরোধে ব্যবহার করা টি ব্যাগ ফেলে রাখুন ডাস্টবিনে। সমস্ত গন্ধ দূর হয়ে যাবে।

* রুম ফ্রেশনার হিসেবে: ঘরে সুগন্ধের জন্য ব্যবহৃত টি ব্যাগ শুকনো করে নিন, তাতে ছিটিয়ে দিন কয়েক ফোঁটা পছন্দের এসেনশিয়াল অয়েল। এবার ব্যাগগুলো বাথরুমে বা ড্রয়ারের ভেতরে রেখে দিন।

* ছত্রাক থেকে গাছ বাঁচাতে: গাছে ফাঙ্গাস ধরেছে? পানিতে টি ব্যাগ দিয়ে ফুটিয়ে নিন। তারপর সেই জলটা স্প্রে বোতলে ভরে মাটিতে আর পাতায় স্প্রে করুন সকাল-বিকেল। ছত্রাক কমে যাবে।

* ঘর থেকে পোকামাকড় তাড়াতে: পেপারমিন্ট টি-এর গন্ধে পোকামাকড় পালায়। গরম পানিতে পেপারমিন্ট টি ব্যাগ ভিজিয়ে নিন। এবার ওই পানিতে দু’ফোঁটা বাসন মাজার লিকুইড সাবান যোগ করুন। ভালোভাবে মিশিয়ে স্প্রে বোতলে ভরে ঘরের কোনায় কোনায় স্প্রে করে দিন। ইঁদুরসহ সব পোকামাকড়ের উৎপাত কমে যাবে।

Related News