দাম্পত্য জীবনে সঙ্গী আপনার প্রতি বিরক্ত? ভুলেও এই কাজগুলো করবেন না

Written by News Desk

Published on:

দীর্ঘদিন ধরে কোনো সম্পর্কে থাকতে থাকতে অনেক সময় কিছু সমস্যা তৈরি হতে পারে। কিন্তু তাই বলে হাল ছেড়ে দিলে চলবে না। সঙ্গীর সাথে কথা বলুন। কথা বলে অনেক সমস্যার সমাধান হয়। কথা বললে মনের ভিতরে লুকিয়ে থাকা অনেক সমস্যা বেরিয়ে আসে। এমন কিছু বিষয় আছে, যা হয়তো আপনাকে অনেকদিন ধরে আঘাত করছে তা খুলে বলুন।

সম্পর্কে কখনো কোনো তৃতীয় ব্যক্তির মধ্যস্থতা বরদাস্ত করবেন না। মনে রাখবেন, সম্পর্কটা আপনাদের দু’জনের। সেখানে তৃতীয় ব্যক্তির মতামত আপনার উল্টোদিকের মানুষের কাছে ইগোর কারণ হতে পারে।

দু’জনে মিলে শহরের বাইরে কোথাও বেড়াতে যান। একটা পরিবর্তন আপনাদের সম্পর্ককে ভালো এবং স্বাস্থ্যকর করে তুলতে পারে।

আপনাদের প্রেম শুরু হয়েছিল যেই জায়গায়, একবার সেখানে যান। হতে পারে তা কলেজ ক্যান্টিন বা পুরনো অফিস। দেখবেন আপনাদের স্মৃতি তরতাজা হবে।

চেষ্টা করবেন কোনো রকম পুরনো অশান্তি বা ঝগড়ার প্রসঙ্গ যেন না আসে।যখন একজন রেগে থাকবেন, তখন আরেকজন চুপ থাকবেন। এতে আপনার সম্পর্ক উন্নত হবে।

Related News