দাঁতের যত্নে নারিকেল তেলের ব্যবহার। জেনেনিন

Written by News Desk

Published on:

দাঁতের যত্নে নারিকেল তেল? এতদিন চুলের যত্নে আর ত্বকের যত্নে নারিকেল তেলের কথা জেনেছেন, এবার তাই বলে দাঁতের যত্নে নারিকেল তেলের ব্যবহার! মজার ব্যাপার হলো আপনার দাঁতের সুস্থতা ও সুন্দর হাসি ধরে রাখতে নারিকেল তেল বেশ কার্যকরী।

সুন্দর হাসি প্রত্যেক মানুষের সম্পদ। কিন্তু যখন আপনি দাঁতের সমস্যায় ভুগবেন তখন হাসিটা মলিন হতে বাধ্য। দিনেদিনে আপনি গোমড়ামুখো হিসেবে পরিচিতি পেতে থাকবেন। তাই দাঁত ভালো রাখতে আস্থা রাখুন নারিকেল তেলে।

প্রকৃতির গুণে ভরা নারিকেল তেল নিয়মিত দাঁতে লাগালে তা আপনার দাঁতের ক্ষয়, নিশ্বাসে দুর্গন্ধ অনেকটাই রোধ করবে। কারণ নারিকেলের শাঁস পিষে তৈরি হওয়া তেলে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট থাকে। মিডিয়াম চেইন ট্রাইগ্লিসারিডের প্রসিদ্ধ উৎস এটি। যা দাঁতের জন্য খুবই ভালো।

ট্রাইগ্লিসারিডের মধ্যে থাকা লরিক অ্যাসিড এবং মোনোলরিন দাঁতের জন্য ক্ষতিকর ব্যাকটিরিয়া মারতে সাহায্য করে। তবে দাঁতের ব্যথায় বেশি কষ্ট পেলে ঘরোয়া টোটকা ব্যবহার না করে সোজা ডেন্টিস্টের কাছ যাওয়াই ভালো।

Related News