ওয়্যাক্সিং না শেভিং, ত্বকের জন্য ক্ষতিকর কোনটি?

Written by News Desk

Published on:

ত্বককে একটু সুন্দর করতে আমরা কত কিছুই না করি। এই যেমন ত্বকের অতিরিক্ত লোম দূর করার জন্য নিয়মিত ওয়্যাক্সিং বা শেভিং করেন অনেকে। কিন্তু ত্বকের জন্য আসলে কোনটি ভালো? ওয়্যাক্সিং না শেভিং?

১. শেভিংয়ে ব্যথা কম হয়। ওয়্যাক্সিং খুব বেদনাদায়ক।

২. শেভিং সময় সাপেক্ষ। ওয়্যাক্সিংয়ে সময় অপেক্ষাকৃত অনেক কম লাগে।

৩. শেভিংয়ে ত্বক শুষ্ক হয়ে যায়, র‌্যাশ বের হয়, রোমও ধীরে ধীরে মোটা হতে থাকে। ওয়্যাক্সিং করলে গোড়া থেকে রোম উঠে আসে। ফলে কয়েক সপ্তাহ ত্বক থাকে রোমহীন, কোমল।

৪. ওয়্যাক্সিং করলে ত্বক পুড়ে যেতে পারে, কালচে ছোপ পড়তে পারে। নষ্ট হয়ে যেতে পারে ত্বকের নমনীয়তা। শেভিংয়ের সময় ময়েশ্চারাইজর ব্যবহার করলে ত্বক পুড়ে যাওয়া বা ত্বকে কালচে ছোপ পড়ার তেমন কোনও সম্ভাবনা নেই।

৫. বাজার চলতি সস্তার যে কোনও ওয়্যাক্স স্ট্রিপস ব্যবহার করা একেবারেই উচিত নয়। খুব ভাল রেজার হলেও সেটা দিয়ে ২-৩ বারের বেশি ব্যবহার না করাই ভাল।

Related News