অ্যালকোহল পান করলে কী হার্টের কোনো উপকার হয় জেনেনিন বিস্তারিত

Written by News Desk

Published on:

অ্যালকোহল পানের পক্ষে যারা আত্মতৃপ্তি খুঁজে পান তাদের জন্য দুঃসংবাদ দিয়েছেন বিশেষজ্ঞগণ। একাধিক গবেষণার তথ্য দিয়ে বলা হয়েছে, অ্যালকোহল পানের কোনো স্বাস্থ্য বেনিফিট বা উপকারিতা নেই। তথ্যটি দিয়েছেন কানাডিয়ান গবেষকগণ। ৮৭টি দীর্ঘ মেয়াদি স্টাডির তথ্য পর্যালোচনা করে দেখেছেন, যারা বলে থাকেন মডারেট অ্যালকোহল পান স্বাস্থ্যের জন্য বিশেষ করে হার্টের জন্য হিতকর তাদের এ ধারণা সঠিক নয়। শুধু অ্যালকোহল পানকারীরা নন, অনেক চিকিৎসকও বলে থাকেন মডারেট অ্যালকোহল পান হার্টের জন্য ভালো।

এ ব্যাপারে জার্নাল অব স্টাডিজ অব অ্যালকোহল এন্ড ড্রাগ-এ প্রকাশিত এক গবেষণা তথ্যে ভিকেটারিয়া ইউনিভার্সিটির এডিকশন সেন্টারের গবেষক টিম স্টকওয়েল মনে করেন কেউ যদি আনন্দ পাওয়ার জন্য অ্যালকোহল পান করেন তাতে দোষের কিছু নেই। কিন্তু স্বাস্থ্য উপকারিতার জন্য অ্যালকোহল পানের কোনো যৌক্তিকতা নেই।

Related News