April 19, 2024 | 7:22 AM

স্বাস্থ্য ভালো রাখতে তো আমাদের চেষ্টার ত্রুটি নেই। কতকিছুই করি আমরা স্বাস্থ্য ভালো রাখতে। কিন্তু জানেন কি শুধুমাত্র চুমু খেলেই আপনার কত রোগ ভালো হয়ে যেতে পারে। কত রোগ থেকে আপনাকে মুক্তি দিতে পারে এই চুমু? আর এটা একদমই পরীক্ষিত। জেনে নিন বিস্তারিত।

১। চুমু খেলে সারবে হার্টের রোগ। চুমু আমাদের হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। তাই বেশি বেশি চুমু খান আর ভালো রাখুন আপনার হার্টকে।

২। ডক্টরদের মতে উচ্চ রক্তচাপ, অবসাদ ইত্যাদি সমস্যা দ্রুত নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে এই চুমু। তাই চুমু খান আর দূরে রাখুন এগুলোকে।

৩। ডক্টরদের মতে চুমু খাওয়ার সময় মস্তিষ্ক থেকে এন্ডরফিন নামে এক ধরণের হরমোন নিঃসৃত হয়, যা মাইগ্রেনের মতো ব্যাথা কে নিয়ন্ত্রণ করে। এছাড়াও শরীরের আরও অনেক ব্যাথা বেদনা এই হরমোন কমাতে সাহায্য করে।

৪। বিজ্ঞানী দের মতে চুম্বনের সময় IEG অ্যান্টিবডি কমে যায়, আর এর ফলেই এলার্জির প্রকোপ থেকে পাওয়া যায় মুক্তি।

৫। চুমু খাওয়ার সময় মস্তিষ্কে ডোপামিন ও সেরোটোনিন নামক দুটি হরমোনের ক্ষরণ হয়। এই হরমোন গুলো অবসাদ, দুশ্চিন্তা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তাহলে চুমু খান আর সুস্থ থাকুন।