March 29, 2024 | 4:29 PM

চুলের স্বাভাবিক রঙ ধরে রাখাসহ অসংখ্য উপকার রয়েছে গোল মরিচের মাঝে। আপনি যদি চুলে ক্যামিকেল যুক্ত হেয়ার ডাই ডিরেক্টলি ব্যবহার করতে না চান এবং প্রাকৃতিক পদ্ধতিতে চুল কাল করতে চান, তবে গোলমরিচ আর লেবুর রসের মিশ্রণ ব্যবহার করতে পারেন।
এতে আপনার চুলের যাবতীয় সমস্যা দূর হবে। চলুন তবে জেনে নেয়া যাক কীভাবে ব্যবহার করবেন এই গোলমরিচ ও লেবুর রস সে সম্পর্কে-

যা যা লাগবে
এক টেবিল চামচ গোল মরিচের গুঁড়া, দুই চা চামচ লেবুর রস।

যেভাবে লাগাবেন
প্রথমে একটি বাটিতে এক টেবিল চামচ গোল মরিচের গুঁড়া, দুই চা চামচ লেবুর রসের সঙ্গে মিশিয়ে নিন। সঙ্গে একটু টক দিলে আরো ভালো হবে। মিশ্রণটি চুলের প্রতিটি গোড়ায় গোড়ায় ভালো করে ম্যাসাজ করে নিন। এরপর এক ঘন্টা অপেক্ষা করুন এবং হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।