জেনেনিন কোন নিয়মে হেডফোন ব্যাবহার করলে হবে না। কোনোও ক্ষতি

Written by News Desk

Published on:

অনেক সময় ধরে কানে হেডফোন গুঁজে রাখলে মস্তিস্ক সহ কানেরও ভিন্ন ক্ষতি হয়। কিন্তু এর থেকে রক্ষা পাওয়ার উপায় কি ? তাই আজকের প্রতিবেদনে এটাই জানানো হবে-

*হেডফোনে কখনওই উচ্চ ভলিয়্যুমে গান বা কোনও কিছু শুনবেন না। এতে কানের পর্দার খুব ক্ষতি হয়। তাই এ বিষয়ে বিশেষ সচেতনতা অবলম্বন করুন।

*গান সোনার হলে কোনো জায়গায় স্ত্রীর ভাবে বসেই গান শুনুন,বিভিন্ন জায়গায় যাতায়াত করার সময় এটা একদমই করবেন না।

*দিনে একটানা আধ ঘণ্টার বেশি হেডফোন ব্যবহার করবেন না।

*যে সংস্থার মোবাইল ব্যবহার করছেন, ঠিক সেই সংস্থার, সেই মডেলটির ইয়ারফোনই ব্যবহার করুন। অনেকেরই অভ্যাস আছে ইয়ারফোন খারাপ হলেই আমরা বাজারচলতি সস্তা ইয়ারফোন কিনে নিই।যা কানের জন্য খুব ক্ষতিকর।তাই সাবধান।

Related News