আপনার সন্তান কি খুব রেগে যায়? তাহলে জেনেনিন সন্তান রেগে গেলে তাকে কীভাবে সামলাবেন!

Written by News Desk

Published on:

আপনার সন্তান কি প্রায়ই রেগে যায়? সে কী খুব জেদি? কিছুতেই তাকে সামাল দিতে পারছেন না। আর ওকে সামলাতে গিয়ে আপনিও হয়ে পড়ছেন খিটখিটে।এমন পরিস্থিতিতে রেগে যাবেন না। বুদ্ধি করে, ধৈর্য ধরে সামাল দিতে হবে এসব পরিস্থিতি।

মনে রাখবেন আপনি যত ঠাণ্ডা মাথায় পরিণতভাবে ওর সমস্যার সমাধান করবেন, ভবিষ্যতে কিন্তু ও সেভাবেই নিজের সমস্যার সমাধান করতে শিখবে। জেনে নিন কীভাবে সামাল দেবেন এমন পরিস্থিতি।

• সন্তান যখন রেগে যায় ঝামেলা করে তখন নিজের রাগ নিয়ন্ত্রণ করা কঠিন। কিন্তু উল্টো বকাবকি করলে হিতে বিপরীত ফল হতে পারে। এতে আপনার সন্তান আরও জেদি হয়ে উঠবে। তাই সন্তান যখন রেগে যাবে তখন তার সঙ্গে উল্টো রাগ দেখানো উচিত নয়।

• যখন আমরা রেগে থাকি তখন কোনো কিছুই মাথায় ঢোকে না বা বুঝতে চাই না। আপনার সন্তানের ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই।

এ কারণে আপনার সন্তানের রাগ কমে গেলে তাকে যুক্তি দিয়ে বোঝান। এতে সন্তান মনে করবে আপনি ওর সমস্যা গুরুত্ব দিয়ে ভাবছেন।

• অনেক সময় সন্তানরা নিজেদের একা ভাবে। ওদের খারাপ লাগা, দুঃখ, ভয় বাবা-মার সঙ্গে শেয়ার করতে পারে না। যার বহিঃপ্রকাশ হয় রাগের মাধ্যমে।

এমন পরিস্থিতিতে বোঝান যে ও একা নয়। আপনারা একই টিম। কোনো কিছুই ওকে একা সামলাতে হবে না। আপনারা ওর সঙ্গে রয়েছেন।

• সব সময় সন্তানকে বকা বা উপহার দিয়ে রাগ কমানোর চেষ্টা না করে কেন বার বার সে এ রকম করছে, তার আসল কারণ খুঁজে বের করার চেষ্টা করতে হবে। যদি দেখেন সন্তানের রাগ দিন দিন বেড়ে যাচ্ছে তাহলে দেরি না করে পেশাদার মনোবিজ্ঞানীর কাছে নিয়ে যান সন্তানকে।

Related News