প্রথম ডেটে আপনি এড়িয়ে চলুন এই কয়েকটি বিষয়! না হলে হতে পারে বিপদ, জেনেনিন বিস্তারিত

Written by News Desk

Published on:

যারা প্রথম ডেট করতে যাবেন তারা মাথায় রাখুন এগুলো। কারণ ভুলচুক হলে প্রথম দিনই ভেস্তে যেতে পারে সম্পর্ক।

ব্যক্তিগত জীবনে মাথা ঘামানো

প্রথম ডেট অনেকটা জীবনের প্রথম পরীক্ষার মতো। দু’জনেই কম-বেশি নার্ভাস থাকেন। তাই কখনও অন্যের ব্যক্তিগত জীবনে প্রথম দিনই মাথা ঘামাবেন না।

অন্যকে কথা বলতে সুযোগ না দেওয়া

আপনিই কথা বলে গেলেন আর সামনের জন শুধু শুনে গেল, এমনটা যেন না হয়। তাকেও বলতে দিন। তা না হলে তার প্রতি অসম্মান করা হবে।

ডমিনেট করা

সব সময় মাথায় রাখবেন আপনার কোনও ব্যবহারে যেন তার মনে না হয় যে, আপনি ডমিনেট করছেন। তার কোনও কথা, কোনও ব্যবহার ভাল না লাগতেই পারে, তা বলে ডমিনেট করতে যাবেন না।

দেরি করলে বিরক্তি প্রকাশ

হয়ত আপনার ডেট পার্টনার পৌঁছতে দেরি করলেন। অনেকটা সময় পার্কে বা রেস্তরাঁয় আপনাকে অপেক্ষা করতে হল। এতে আপনার জরুরি কিছু কাজও পিছিয়ে গেল। মনে মনে যতই রাগ বা বিরক্তি থাকুক, মুখে প্রকাশ করবেন না।

ফোনে ব্যস্ত থাকা

ডেটে গিয়ে কখনও ফোনে ব্যস্ত থাকবেন না। একে অপরকে বুঝে নিন বরং।

Related News