আপনার কি দাউদের সমস্যা রয়েছে? তাহলে এই সমস্যা থেকে মুক্তি পেতে জেনেনিন ২টি সহজ ঘরোয়া উপায়

Written by News Desk

Published on:

এটি একপ্রকার ফাঙ্গাল ইনফেকশন। যা ত্বকে চুলকানির সৃষ্টি করে থাকে।এটি শরীরের যেকোনো জায়গায় হতে পারে। নিশ্চই জানা আছে এটি একটি ছোয়াচে রোগ।তাই এখন থেকেই সাবধান হওয়া ভালো। কারণ, এই রোগটি একটু থেকে অনেক জায়গায় ছড়িয়ে পরে। এই নিয়ে অনেকে আবার চিকিৎসককে দেখায়। কিন্তু জানেন কি এর থেকে বাঁচতে ঘরোয়া উপায় আছে। আসুন তাহলে জেনে নেয়া যাক-

১-হলুদ
প্রথমেই আপনি হলুদজল বানিয়ে নিন। এরপর আপনি সেই দাউদ-এর জায়গায় আলতোভাবে তুলো দিয়ে লাগান।দেখেবেন কবে যাবে। তবে হ্যাঁ এটা আপনি দিনে ৩বার লাগাবেন।

২-রসুন
হলুদের মতো রসুনেও বেশ উপকার পাওয়া যায়।একটি রসুনের কোয়া ছোট ছোট টুকরো করে কেটে নিন। এরপর সেই দাউদের ওপর দিয়ে ভালোভাবে ব্যান্ডেজ করে বেঁধে রাখুন। তবে হ্যাঁ এটি রাতে ঘুমোনোর সময় লাগালে ভালো হয়।

Related News