March 28, 2024 | 7:34 PM

বাঙালির একাধিক পদে কুমড়া ব্যবহার হয়। এর একাধিক গুণও আছে। রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে এই খাবারটি খুবই সাহায্য করে। কিন্তু প্রচুর পরিমাণে কুমড়া খাওয়া কি ভাল? না কি তাতে ক্ষতি হতে পারে?

অতিরিক্ত পরিমাণে কুমড়া খাওয়ার ফলে শরীরের কী কী সমস্যা হতে পারে চলুন জেনে নেওয়া যাক-

ওজন বৃদ্ধি
রোজ ১০০ গ্রাম বা তার কম কুমড়া খেলে সমস্যা হওয়ার কথায় নয়। কিন্তু তার চেয়ে বেশি পরিমাণে কুমড়া খেলে ওজন বাড়তে পারে। কারণ এই আনাজটিতে ক্যালোরির পরিমাণ অন্য আনাজের তুলনায় কিছুটা বেশি।

হজমের সমস্যা
অন্য বহু আনাজের তুলনায় কুমড়া হজম করাটা একটু কঠিন। এর কিছু উপাদান পেটের গণ্ডগোলের কারণ হয়েও দাঁড়াতে পারে। অতিরিক্ত কুমড়া খেলে পেটখারাপের সমস্যা হয় সেই কারণেই।

শর্করার মাত্রা কমে যেতে পারে
যাদের ডায়াবিটিসের সমস্যা আছে, তারা কুমড়া খেলে রক্তে শর্করার মাত্রা কমে। ডায়াবিটিসের সমস্যায় ভোগা রোগীদের তাই কুমড়া খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। কিন্তু এটি বেশি মাত্রায় খেলে রক্তে শর্করার হার অধিক মাত্রায় কমে যেতে পারে। তাতে শরীরে অন্য সমস্যা দেখা দেয়।

রক্তচাপও অনেক কমে যেতে পারে
রক্তে শর্করার মাত্রা কমাতেও যেমন কুমড়ার বিকল্প নেই, তেমনই রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতেও এই আনাজটি খুবই কাজে লাগে। কিন্তু বেশি মাত্রায় খেলে রক্তচাপ অতিরিক্ত কমে যেতে পারে।