
Viral Video: নেট দুনিয়ায় সারা ফেলেছে পুরনো এক ভিডিও। ভাইরাল সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে, হাতিকে উদ্দেশ্য করে গুলি নিক্ষেপ করলেন এক শিকারি। প্রথম গুলির পর অন্য আরেক শিকারির বন্দুকের নল থেকে বেরিয়ে আসা গুলি গিয়ে লাগে সেই হাতিটির বুকে। গুলির আঘাতে গভীর আর্তনাদে মাটিতে লুটিয়ে পড়ে হাতিটি। সঙ্গীর চিৎকার শুনে ক্ষিপ্ত হয়ে গর্জন করতে করতে শিকারিদের দিকে এগিয়ে আসতে থাকে বিরাট হাতির পাল। যা দেখে আত্মারাম খাঁচা ছাড়া হবার জোগাড় শিকারিদের। প্রায় 10 বছর আগের সেই ভিডিও নেট দুনিয়ায় ফের নিজের কেরামতি দেখাতে শুরু করেছে (Viral Video)।
Elephants charge at hunters after they shoot and kill a member of the herd!
I do not have sufficient words to express the cruelty of #trophyhunting. Please circulate this video and oppose trophy hunting, we can no longer be passive bystanders… pic.twitter.com/1UBsWWIjZG
— Bella Lack (@BellaLack) October 18, 2018