গলা ও ঘাড়ের কালো দাগ দূর করুন এই ঘরোয়া টোটকায়

Written by News Desk

Published on:

রুপচর্চার কথা বললেই মাথায় আসে মুখের যত্নের কথা। যত স্ক্রাবিং, ফেক প্যাক, ডিপ ক্লিনজিং, ময়েশ্চারাইজিং সবই মুখের যত্নের জন্য। কিন্তু গলা বা ঘাড়ের যত্ন নিয়ে বেশি ভাবেন না কেউ। দীর্ঘদিন অযত্নে থাকলে ঘাড়ে-গলায় ময়লা জমে। আবার অনেক সময় সূর্যের তাপে ঘাড়ে পুড়েও কালচে ছোপ পড়ে যায়। কীভাবে গলা ও ঘাড়ের কালো দাগ দূর করবেন চলুন জেনে নেওয়া যাক।

বেকিং সোডা:

দু’চামচ বেকিং সোডা জলে মিশিয়ে একটি পেস্ট বানিয়ে ফেলুন। কালচে ছোপের উপর লাগিয়ে নিন। একটু শুকালে স্ক্রাব করুন। তারপর জল দিয়ে ধুয়ে বেকিং সোডা লাগান।

আলুর রস:

একটা আলু গ্রেট করে ছেঁকে রস বার করে নিন। এই রস তুলোয় লাগিয়ে কালচে ছোপের অংশে লাগিয়ে লাগুন। একদম শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলবেন।

অ্যাপল সাইডার ভিনিগার

অ্যাপ্‌ল সাইডার ভিনিগারের মধ্যে যে উপাদান রয়েছে তা  ত্বকের পিএইচ’এর ভারসাম্য বজায় রাখে। একটু জলের সঙ্গে অ্যাপ্‌ল সাইডার ভিনিগার মিশিয়ে গলায় লাগিয়ে রাখুন। ১০ মিনিট পর ধুয়ে ফেলবেন।

Related News