March 28, 2024 | 11:04 PM

রান্নার কাজেই হোক বা রূপচর্চায়,কাঁচা হলুদরের জুড়ি মেলা ভার। প্রাচীনকাল থেকে হলুদ ঘরোয়া ওষুধ হিসেবে ব্যবহার করা হচ্ছে ।

এটি অনেকে আয়ুর্বেদ হিসাবেও ব্যবহার করে থাকেন। ঠিক সেরকমই আজ কাছে হলুদ এর কিছু বিশেষ ব্যবহারবিধি জানব-

১.স্তন ক্যান্সার ও অন্ত্রের ক্যান্সার প্রতিরোধকারী।

২.মেলানোমা প্রতিরোধ এবং আত্মহত্যা করতে মেলানোমা কোষ বিদ্যমান হতে পারে।

৩. শিশুদের লিউকেমিয়া ঝুঁকি কমিয়ে দেয়।

৪. হলুদের প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য বাত এবং ফোলানো বাত এর জন্য একটি প্রাকৃতিক চিকিৎসা।

৫. হলুদ কেমো ড্রাগ এর প্রভাব এবং তার পার্শ্ব প্রতিক্রিয়া হ্রাস করে।