March 29, 2024 | 12:20 AM

ক্যানসারের রোগীরা ভেষজ পিল গ্রহণ করলে তাদের চিকিৎসককে বিষয়টি জানানো প্রয়োজন।

১) বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, স্তন ক্যানসার যখন ছড়িয়ে যায়, তখন রসুন কিংবা আদা খেলে চামড়ার ক্ষত সারতে দেরি হতে পারে।

২) স্তন ক্যানসারবিষয়ক পর্তুগালের শল্য চিকিৎসক অধ্যাপক মারিয়া জোয়াও কার্দোসো বলেন, ‘ভেষজ পিল ক্যানসার চিকিৎসার ক্ষেত্রে কার্যকরী হওয়ার প্রমাণ পাওয়া যায়নি।’

ক্যানসার বিশেষজ্ঞ মিস কার্দোসো বলেন, কিছু ভেষজ জিনিস আছে যেগুলোর কারণে রক্ত জমাট হতে দেরি হয়। এগুলোর মধ্যে রয়েছে-রসুন, জিনসেং এবং হলুদ।কমলালেবু জাতীয় ফল ক্যানসার ওষুধের কার্যকারিতা ক্ষতিগ্রস্ত করে।ক্যানসার রিসার্চ আরও বলছে, ক্যানসারের চিকিৎসা চলাকালীন মাল্টা এবং কমলার মতো খাবার এড়িয়ে চলা উচিত। কারণ ক্যানসারের ওষুধ শরীরের ভেতরে যেভাবে ভেঙে কাজ করে, সেটিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।