বন্ধ হয়ে যাবে চুল পাকা, শুধু নিয়মিত খেতে হবে যে খাবারগুলো

Written by News Desk

Published on:

অনেকেরই অল্প বয়সে চুল পেকে যায়। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন ধরে হজমের সমস্যা বা লিভারের সমস্যা থাকলে অকালে চুলে পেকে যায়। আবার অনেকেরই মাথার ত্বকে পর্যাপ্ত ভিটামিন আর খনিজের অভাবে চুল পেকে যায়।

কিন্তু কারণ যাই হোক না কেন, অসময়ে মাথায় পাকা চুল কারোই পছন্দ নয়। তবে দৈনন্দিন খাবারের তালিকায় কয়েকটি বিশেষ খাবার রাখতে পারলে সহজেই অকালে চুল পেকে যাওয়ার সমস্যা থেকে রেহাই পাওয়া যায়।

অকালে চুল পেকে যাওয়া ঠেকাতে পাতে রাখুন এসব খাবার

বাদাম : আখরোটে, আমন্ড বা যে কোনো ধরনের বাদামে রয়েছে প্রচুর পরিমাণে কপার। যা চুলের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী! অকালে চুল পাকার সমস্যা ঠেকাতে বাদাম তেলও মাথায় মেখে দেখুন। উপকার পাবেন।

সবুজ শাক-সবজি : যে কোনো সবুজ সবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড। যা চুলের স্বাস্থ্য রক্ষার পাশাপাশি অকালে চুল পাকার সমস্যা ঠেকাতেও সাহায্য করে।

ছোলা : ছোলায় রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি-৯ বা ফলিক অ্যাসিড। তাই অকালে চুল পেকে যাওয়া ঠেকাতে প্রতিদিন ছোলা খাওয়ার অভ্যাস করুন।

মুরগীর মাংস : মুরগীর মাংসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি-১২ আর ফলিক অ্যাসিড। যা অকালে চুল পেকে যাওয়া ঠেকাতে সাহায্য করে।

লিভার বা মেটে : খাসির মাংসের লিভার বা কলিজায় রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি-১২। যা অকালে চুলে পাক ধরা ঠেকাতে সাহায্য করে।

চিংড়ি : অকালে চুলে পাক ধরার সমস্যা ঠেকাতে পাতে রাখুন চিংড়ি। চিংড়িতে রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক। যা চুলের গোড়ার রঞ্জক ধরে রেখে অকালে চুল পাকার সমস্যা রোধে সাহায্য করে।

Related News